চিতলমারী বঙ্গমাতার ৯০তম জন্মদিন উদযাপিত

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৬:০৭ পিএম, শনিবার, ৮ আগস্ট ২০২০ | ৫৫৯

চিতলমারী উপজেলায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মদিন উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এই আয়োজন করে। আলোচনায় বক্তাগণ বঙ্গমাতার জীবন ও কর্ম তুলে ধরে নারীদের আগামী দিনে পথ চলার আহবান জানান। এরপর নারীদের কর্মমুখি করার জন্য সেলাই মেশিন দেয়া হয়।

শনিবার বেলা ১১টায় চিতলমারী উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান সাবেরা বেগম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান।

আলোচনা শেষে দুইজন প্রতিবন্ধি, এক জন বিধবা, একজন স্বামী পরিত্যক্তাসহ ১৫ জন নারীকে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ হতে সেলাই মেশিন দেয়া হয়। সেলাই প্রাপ্তরা প্রশিক্ষণপ্রাপ্ত বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত