ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর পুনর্গঠিত হয় ১৯৮১ সালের ৯ এপ্রিল

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৩৬ পিএম, বুধবার, ১২ আগস্ট ২০২০ | ৭৬৭

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে এ সংস্থার সুনির্দিষ্ট প্রতিষ্ঠাকাল (তারিখ ও সাল) সকলকে জানানোর একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৯৮১ সালের ৯ এপ্রিল তৎকালীন ফায়ার সার্ভিস পরিদপ্তর ও সিভিল ডিফেন্স পরিদপ্তরকে একীভূত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর গঠন করা হয়। এর ধারাবাহিকতায় সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন রেসকিউ ইউনিটকে পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অন্তর্ভুক্ত করা হয়।

এখন থেকে সকলকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রতিষ্ঠাকাল হিসেবে ‘৯ এপ্রিল ১৯৮১’ উল্লেখ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। সেবাধর্মী এ প্রতিষ্ঠানটির সুনির্দিষ্ট প্রতিষ্ঠাকাল সকলকে জানানোর ক্ষেত্রে আমরা গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত