চিতলমারীতে ইউএনও’র জন্য বাল্য বিয়ে থেকে মুক্তি পেল স্কুল ছাত্রী

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ১১:০০ পিএম, সোমবার, ২৪ আগস্ট ২০২০ | ৬২৩

বাগেরহাটের চিতলমারীতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে বাল্য বিয়ের আভিশাপ থেকে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী মুক্তি পেয়েছে। সোমবার সকালে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বড়বাড়িয়া এলাকায় ওই স্কুল ছাত্রীর বাড়িতে গিয়ে এ বাল্য বিয়ে বন্ধ করেন। এ সময় মেয়ের বাবাকে ভ্রাম্যমান আদালত ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন।


সোমবার রাত সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মারুফ আলম জানান, বড়বাড়িয়া গাংপাড় গ্রামের স্কুল পড়–য়া ওই কিশোরীর সাথে অভিভাবকরা ঘোলা গ্রামের আজিজ শিকদারের ছেলে মিঠুন শিকদারের (২৫) বিয়ের আয়োজন করে। এ খবর পেয়ে সেখানে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে বাল্য বিয়ে কন্ধ করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত মেয়ের বাবাকে ৫ হাজার টাকা অর্থদন্ডাদেশ দেন। অভিযানের খবর পেয়ে বরপক্ষ আগেই পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত