“জমি নিয়ে বিরোধ”

চুলকাঠির ঘনশ্যামপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে এবার মামলা!

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:৪৯ পিএম, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২০ | ৫৪৬

বাগেরহাটের চুলকাঠির ঘনশ্যামপুর গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষকে ফ্াঁসাতে রাত ১০টায় জিডি করে গভীর রাতে মিথ্যা হামলা লুটপাট ও ভাংচুর এর নাটক সাজিয়ে হয়রানী করার ষড়যন্ত চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি শুভদিয়া ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের সোমবার রাতে। ভুক্তভোগী কচুয়া গ্রামের আবু তালেব গাজীর পুত্র আলামিন গাজী, মৃতঃ আমির আলী গাজীর পুত্র মনি গাজী, আফসার আলী শেখ এর পুত্র আলমগীর ও বেতাগা গ্রামের মৃতঃ ইমান আলীর পুত্র মনি শেখ সহ একাধিক ব্যাক্তিরা অভিযোগ করে জানান, ঘনশ্যামপুর গ্রামে মৃতঃ অজিত দেবনাথের ছোট পুত্র সুব্রত দেবনাথ এর সাথে জমাজমি সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। এতে তিনি ক্ষিপ্ত হয়ে সোমবার রাত ১০টায় এলাকার কয়েকজনের নাম উল্লেখ করে মডেল থানায় ১টি সাধারন ডাইরী করেন এবং মঙ্গলবার সকালে তার ও তার স্ত্রী শিউলী রানী দেবনাথ এর উপর হামলা হয়েছে মর্মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন মামলা করার জন্য।

এ ব্যাপারে সুব্রত দেবনাথ এর বড় ভাই বাবলা দেবনাথ এর সাথে আলাপ করা হলে তিনি বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, সুব্রত আমার আপন ছোট ভাই,তার বসতঘর আমার ঘরের সামনে। মঙ্গলবার রাতে আমাদের বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের কোন ঘটনা ঘটেনী।

শুভদিয়া ইউপি চেয়ারম্যান শেখ শহিদুল ইসলাম এর কাছে জানতে চাওয়া হলে তিনি বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন মোবাইল ফোনে খবর পেয়ে মঙ্গলবার সকালে সুব্রত এর বাড়ীতে গিয়েছিলাম। সেখানে গিয়ে ভাংচুরের ঘটনাটি দেখেছি, কিন্তু বিষয়টি রহস্যজনক।


এ ব্যাপারে মডেল থানা পুলিশের অফিসার ইনচাজ (ওসি) আবু সাইদ মোঃ খায়রুল আনাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন সোমবার রাতে ১টি জিডি এবং মঙ্গলবার সকালে সুব্রত দেবনাথ আরো ১টি অভিযোগ দায়ের করেন। তবে বিষয়টি তার কাছে ষড়যন্ত্র মনে হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত