৪৪ হাজার টাকা জরিমানা    

রামপালে ভ্রাম্যমান আদালতের অভিযান

রামপাল প্র্রতিনিধি

আপডেট : ০৪:৪২ পিএম, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ | ৫৭১

রামপাল উপজেলার গিলাতলা বাজারে বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে স্থানীয় মা ক্লিনিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর করিম ও বাগেরহাট পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা লিটন চন্দ্র ঢালী এ জরিমানা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিবেশ দূষন আইনে প্রায় ১৯ কেজি অবৈধ পলিথিন জব্দ করেন ও ৩ হাজার টাকা জরিমানা , দুইটি কাপড়ের দোকানের লাইসেন্স না থাকায় ৬ হাজার টাকা জরিমানা, আশা ডেন্টাল কেয়ারের অনুমোদন না থাকায় ও অবৈধভাবে চেম্বার করায় ২০ হাজার টাকা জরিমানা ও মা ক্লিনিকের সংক্রামন রোধক ব্যাবস্থা না থাকায় রোগ প্রতিরোধ আইনের ২০১৮ ধারা অনুযায়ী ১৫ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করা হয়।
এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুল কবির ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা লিটন চন্দ্র ঢালী জানান, আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত