মোল্লাহাটে জেলি পুশ করা সাড়ে তিন মণ চিংড়ি মাছ ধ্বংস

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৬:০২ পিএম, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০ | ১৪০৭

মোল্লাহাটে সাদা সোনা খ্যাত চিংড়ি মাছের ওজন বৃদ্ধিতে মানব দেহের জন্য ক্ষতি কারক অপদ্রব্য/জেলি পুশ করা প্রায় সাড়ে তিন মণ/একশ চল্লিশ কেজি চিংড়ি মাছ ধ্বংস করেছে মোবাইল কোর্ট। বুধবার বিকেলে উপজেলার গাওলা এলাকায় এক অভিযান পরিচালনার মাধ্যমে ওই মাছ ধ্বংস করাসহ সংশ্লিষ্ট এক ব্যক্তির দশ হাজার টাকা অর্থ দন্ড/জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল বলেন, নাশুখালী চিংড়ি আড়ত ও এর আশ-পাশ এলাকায় চিংড়ি মাছে এক ধরনের জেলি (অপদ্রব্য) পুশ করা হচ্ছিল। অসাধু ব্যবসায়ীরা চিংড়ির ওজন বৃদ্ধি করার জন্য এ ধরনের জেলি পুশ করে। যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর।

গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় গেলে অসাধূ ব্যাবসায়ীরা পুশিং বন্ধ রেখে পালিয়ে যায়। পরে ওই সকল চিংড়ি মাছসহ সংশ্লিষ্ট এক জনকে হাতে ধরা হয়। মানব দেহের জন্য ক্ষতিকারক ওই সকল মাছ ধ্বংস করাসহ সংশ্লিষ্ট ব্যক্তির নগদ দশ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত