মোরেলগঞ্জে পানি সংরক্ষনের ট্যাংকি বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি

আপডেট : ০৩:৫১ পিএম, বুধবার, ২১ অক্টোবর ২০২০ | ৫৫৯

মোরেলগঞ্জে বুধবার দুপুরে উপকূলীয় এলাকায় খাবার পানির সংরক্ষনে জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত বিনা মূল্যের পানির ট্যাংক বিতরণ করা হয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের আওতায় এ পানির ট্যাংক বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য দপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মেহেদী হাসান লিপন, একুশে টিভির জেলা প্রতিনিধি এইচএম মইনুল ইসলাম, সহ-সভাপতি গনেশ পাল, অর্থ ও দপ্তর সম্পাদক এম.পলাশ শরীফ প্রমুখ।

জনস্বাস্থ্য প্রকৌশলী অফিসার মো. মনিরুল ইসলাম বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন ২০২০-২০২১ অর্থ বছরে এ উপজেলায় ১৬টি ইউনিয়নে ২৬টি করে ৪১৬টি পরিবারের মাঝে পানির ট্যাংক বিতরণ করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার মো.দেলোয়ার হোসেন বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী’র প্রদত্ত বিনা মূল্যের এ ট্যাংকি স্থানীয় সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন এমপির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে সুবিধাভোগীদের মাঝে বিতরণ অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত