ফকিরহাটে সেলাই মেশিন প্রদান

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৬:৫৮ পিএম, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০ | ৭৪২

ফকিরহাটে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় সক্ষমতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন খাতে বরাদ্দকৃত অর্থ দ্বারা বাহিরদিয়া-মানসা ইউনিয়নে বসবাসকারী দরিদ্র ও অসহায় নারীদের মাঝে বিনামূলে সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় পরিষদ চত্ত্বরে এক অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপরোক্ত সেলাই মেশিন ও কম্বল বিতরন করেন।


অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: তানভীর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির ও এলজিএসপি-৩ এর ডিএফ পার্থ প্রতিম সেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো: হাফিজুর রহমান।


অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউপি সচিব মো: সোহেল রানা। এসময় ইউপি সদস্য শেখ লিয়াকত আলী, ঢালী আ: খালেক, মো: রফিকুল ইসলাম, মো: জাহিদুল ইসলাম, কোহিনুর বেগম সহ বিভিন্ন ইউপি সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৭টি সেলাই মেশিন ও ২৭৫টি কম্বল বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত