তথ্য অধিকার আইন বিষয়ক

বাগেরহাটে সচেতনতা মূলক ক্যাম্পেইন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:৫৪ পিএম, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০ | ৫৯৯

“তথ্য আমার অধিকার, তথ্য জানা দরকার” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে তথ্য অধিকার আইন বিষয়ক সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা বাঁধনের আয়োজনে সদর উপজেলা চত্বরে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন।


এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মোছাব্বিরুল ইসলাম, বাঁধনের নির্বাহী পরিচালক মঞ্জুরুল হাসান মিলন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, বাঁধনের (এফোরআই) প্রকল্পের সমন্বয়কারী খোন্দকার মুশফিকুল ইসলাম প্রমুখ।


উদ্বোধন শেষে বাগেরহাট সদর উপজেলা পরিষদের সামনের সড়কে একটি সচেতনতা মূলক র‌্যালী বের হয়ে বাহেরজাট ও ফকিরহাট উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় বাঁধনের যুব সংগঠনের সদস্যরা তথ্য অধিকার আইন সম্পর্কে জনসাধারনদের জানানোর পাশাপাশি সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত