নিরাপদ অভিবাসনে জনসচেতনতা খুবই জরুরী

বাগেরহাটে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৩০ পিএম, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০ | ৪২৯

“নিরাপদ অভিবাসনে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা খুবই জরুরী।’’ শুক্রবার আন্তজার্তিক অভিবাসী দিবস উপলক্ষে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ মত ব্যক্ত করেন। “মুজিববর্ষের আহব্বান, দক্ষ হয়ে বিদেশ যান” প্রতিপাদ্য বিষয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্ব্বিক) মোহাম্মদ রিজাউল করিমের সভাপতিত্বে অনুষ্টিত ভার্চুয়াল এ সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাটের জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ।

সহকারী কমিশনার আজিজুল কবিরের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো: কামরুজ্জামান, মেরিন একাডেমির অধ্যক্ষ শামীম হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, জেলা কালচারাল অফিসার রফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত দাস, ব্রাক কর্মকর্তা আলমাসুর রহমান, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি বাবুল সরদার, প্রাক্তন সম্পাদক বিষ্ণুপ্রসাদ চক্রবর্ত্তী, সাংবাদিক মীর জায়েসী আশরাফি জেমস প্রমুখ।

বক্তারা বলেন, প্রবাসীরা অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অভিবাসীদের নিরাপত্তার পাশাপাশি দক্ষ জনবল গড়ে তুলতে সরকার নানামূখী উদ্যোগ গ্রহন করেছেন। তবুও যাচাই-বাছাই না করে প্ররোচিত হয়ে অনেকে বিদেশে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। এমনকি অকাল মৃত্যুবরণ করছেন, যা অনাকাক্ষিত। আর এ ঘটনা ঘটছে প্রধানত অসচেতনতার কারনে। পাশাপাশি অসাধুচক্রের দৌরাত্ম রয়েছে। তাই আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। বক্তারা করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্থ প্রবাসীদের সম্ভব সবরকম সহায়তার আহব্বান জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত