বাগেরহাটে যুব-নারী বান্ধব জনসেবা বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:৩৭ পিএম, রোববার, ২০ ডিসেম্বর ২০২০ | ৫৫৮

বাগেরহাটে যুব-নারী বান্ধব জনসেবা বিষয়ক মুখোমুখি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগীতায় রবিবার (২০ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট সদর উপজেলার হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রদিপ কুমার বকসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। বাগেরহাট ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদ উদ্দিন হায়দারের সঞ্চালনায় সংলাপে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী শেখ মনিরুজ্জামান, ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তরুজ্জামান বাচ্চু, বাগেরহাট সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মোঃ আজগার আলী, খানপুর ইউপি চেয়ারম্যান ফকির ফহম উদ্দিন।

এছাড়াও সংলাপে বাঁধনের ইয়ুথ গ্রুপের সদস্য, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংলাপে বাঁধনের ইয়ুথ গ্রুপের সদস্য যুব-নারী বান্ধব জনসেবা বাস্থবায়নের জন্য অতিথিদের সামনে বিভিন্ন দাবী তুলে ধরার পাশাপাশি সরকারি সেবার মান বৃদ্ধিতে তাদের অর্জন সমূহ তুলে ধরেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত