চিতলমারীতে চাষি মাঠ দিবস

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৫:২৮ পিএম, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০ | ১০২৪

চিতলমারীতে সামাজিক দূরত্ব মেনে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর বিকেলে ইউএসডিএ’র অর্থায়নে, কোডেক সেফটি প্রকল্প ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে কালুনী রাধা-গোবিন্দ মন্দিরের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোডেক সেফটি প্রকল্পর চিতলমারী’র ম্যানেজার মোঃ গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ফিড ব্যবসায়ী শেখ ফারুক হোসেন, কোডেক সেফটি প্রকল্প’র বড়বাড়িয়া ইউনিয়নের ফিল্ড অফিসার গৌতম বর্কন্দাজ ও মোঃ মাহামুদুল হাসান। অনুষ্ঠানে শতাধিক চিংড়ি চাষি নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি কোডেক সেফটি প্রকল্পর চিতলমারী’র ম্যানেজার মোঃ গিয়াস উদ্দিন বলেন, এ উপজেলায় কয়েক হাজার চিংড়ি চাষি রয়েছে। তারা সারা বছর নানা সমস্যার সম্মূখীন হয়ে থাকেন। কোডেক সেফটি প্রকল্পর চিতলমারীতে ২০১৭ সালে কাজ শুরু করে এবং ২০২১ সাথে প্রকল্প শেষ হবে। এখানে আমরা ১০০ টি গ্রুপে মোট ২ হাজার ৫০০ জন চিংড়ি চাষিকে কারিগরি সহায়তা দিয়েছি। তারা কম জমিতে বেশী মাছ উৎপাদন করছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত