ফকিরহাটে মোবাইলে প্রতারনা : আটক-৪

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:৪১ পিএম, মঙ্গলবার, ২৩ জানুয়ারী ২০১৮ | ৬০৮

মোবাইল ফোনে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ৪জনকে আটক করেছে ফকিরহাট মডেল থানা পুলিশ। সহকারি পুলিশ সুপার (সার্কেল) মোঃ মিজানুর রহমানের নেতৃত্বে এসআই স্বপন কুমার সরকার সহ সংগীয় ফোর্স সোমবার রাত আনুমানিক ৯টায় ফরিদপুর জেলার ভাংগা থানার পুলিয়া বাজার এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হল ভাংগা উপজেলার মটরা গ্রামের মোফাজ্জল প্রামানিকের পুত্র মোঃ নুর আসাদ (৩৫), একই উপজেলার মুকডোবা গ্রামের শেখ নুর ইসলামের পুত্র মোঃ সোবাহান শেখ (৩৫), পুলিয়া গ্রামের রাধেশ্যাম মন্ডলের পুত্র মিঠুন মন্ডল (২৫) ও একই এলাকার পরেশ সরকারের পুত্র পরিতোষ সরকার (২০)।

এ ব্যাপারে ফকিরহাটের পিলজংগ গ্রামের ভুক্তভোগী শরিফুল ইসলাম নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই স্বপন কুমার সরকার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, মামলার বাদীর নিকট থেকে মোবাইল ফোনে প্রতরনার মাধ্যমে ৩লক্ষ ৫০হাজার টাকা হাতিয়ে নেয়। আটককৃত সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন নিরিহ মানুষকে বিভিন্ন মোবাইল ফোনের সিম কোম্পানীর লোভনীয় পুরস্কারের প্রলোভন দেখিয়ে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে পুলিশ জানায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত