প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শেষ দিনে

শরণখোলায় স্কুলফিডিং কর্মসুচী পালন

শরণখোলা প্রতিনিধি

আপডেট : ০৮:০৯ পিএম, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮ | ৬৮৮

শরণখোলায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহের শেষ দিনে স্কুলফিডিং কর্মসুচী পালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু’শ ছাত্র ছাত্রীকে একটি করে সিদ্ধ ডিম খাওয়ানো হয়।


উপজেলার মাতৃভাষা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওলিয়ার রহমানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার। বিশেষ অতিথি ছিলেন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলাউদ্দিন মাসুদ, প্রেসকাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন ও ইউআরসি কর্মকর্তা মো. মনিরুজ্জামান।


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলাউদ্দিন মাসুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, এছাড়া, সেবা সপ্তাহ উপলক্ষে বুধবার উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদ চত্বরে ১২০টি গরু, পাঁচ শতাধিক হাঁস-মুরগী বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত