কচুয়ায় উঠান বৈঠকে সিনিয়র সহকারী সচিব শিমুল কুমার সাহা

নারী উন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৫:৩৯ পিএম, রোববার, ২৮ ফেব্রুয়ারী ২০২১ | ৬৫২

নারীদের প্রশিক্ষিত ও সচেতন করে সরকারের নেয়া প্রকল্পের সঠিক বাস্তবায়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। এজন্য নারী উন্নয়নে সকলকে এক সাথে কাজ করতে হবে। রবিবার বিকালে উপজেলার গোপালপুর নবারুন সংঘ চত্বরে কচুয়া উপজেলা তথ্য কেন্দ্রের আয়োজনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব শিমুল কুমার সাহা এ কথা বলেন।

ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় নবারুন সংঘের সভাপতি সমির বরণ পাইকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন উপজেলা তথ্য কেন্দ্রের কর্মকর্তা বিজয়া লোপা। শতাধিক নারী এ উঠান বৈঠকে অংশ নেন। এর আগে তিনি সরকারের নেয়া বিভিন্ন প্রশিক্ষণ মুলক কর্মসুচি পরিদর্শন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত