বাগেরহাট কেন্দ্রীয় মহা-শ্মশানের দ্বিতীয় বেদীর নির্মান কাজের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৮:১৫ পিএম, শুক্রবার, ১২ মার্চ ২০২১ | ৯৯১

বাগেরহাট জেলা কেন্দ্রীয় মহা-শ্মশানের শবদাহের দ্বিতীয় বেদীর নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। শিব চতুর্দ্দশীর মাহেন্দ্রক্ষণে শুক্রবার দুপুরে এ বেদীর শুভ উদ্বোধন করেন বাগেরহাট রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ স্বামী গুরুসেবানন্দ।


এসময় জেলা পূজা উদযাপন কমিটির সভাতি অমিত রায়, মহা-শ্মশান কমিটির কমিটির সভাপতি বাবুল সরদার, সম্পাদক সুভাষ কুমার দাস, সহ-সভাপতি কার্ত্তিক চন্দ্র ভর্ট্রাচার্য, বিশ্বনাথ গৌতম বাবু, চন্দ্র শেখর বসু, মোহনলাল হালদার, স্বপন দাস, বাসেেদব রায় চৌধুরী,স্বপন বিশ্বাস, বিভাষ রায়, সুমন দাস, তুষার কান্তি বসু, নির্মল কুমার কুরী, সুশান্ত কোটাল, অর্চনা রানী, নিলয় কুমার রায়, গৌরাঙ্গ পাল, শান্ত শীল, অঞ্জনা রানী পাল প্রমুখ উপস্থিত ছিলেন।

জেলা কেন্দ্রীয় শ্মশান হওয়ায় এখানে একই সময়ে একাধিক শবদেহ আনা হলে জট সৃষ্টি হত। এতদিন একটি মাত্র শবদাহের বেদী থাকায় সৎকারের জন্য স্বজনদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হত। তাই শবদাহের জন্য দ্বিতীয় বেদী নির্মানের জন্য সনাতন ধর্মালম্ভিদের দীর্ঘদিনের দাবী ছিল। এ অবস্থায় সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়ের সহযোগীতায় এ কাজ শুরু হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত