বাগেরহাটে করোনায় আরো ৪জন আক্রান্ত

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৭:২৭ পিএম, বুধবার, ৩১ মার্চ ২০২১ | ১৪১৮

প্রতিকী ছবি

বাগেরহাটে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা সনাক্ত হয়েছে ৪জন। এনিয়ে বাগেরহাট জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১১০২ জন, সুস্থ্য হয়েছেন ১০৪১ জন ও এপর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ২৬জন। বাগেরহাটের স্বাস্থ্য দপ্তরের মুখপাত্র ডা.সুব্রত দাস বুধবার (৩১ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট টুয়েন্টি ফোরকে এ তথ্য নিশ্চিত করেন।

এদিকে করোনা থেকে রক্ষা পেতে জনগণকে সচেতনতার জন্য সরকার ১৮টি নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে লিফলেট বিতরন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা শুরু করেছেন।

কচুয়া উপজেলা নির্বাহী অফিসার সুজিৎ দেবনাথ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকে (৩১ মার্চ) ৩শটি মাস্ক বিতরন করা হয়েছে। এছাড়া জনগণকে সচেতন করার জন্য প্রতিটি ইউনিয়নে মাইকিং করা হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত