দ্বিতীয় বার করোনায় আক্রান্ত ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা

স্টাফ রিপোর্টার

আপডেট : ১১:৪৬ পিএম, রোববার, ১১ এপ্রিল ২০২১ | ৫৯০

মো. তনভীর রহমান

করোনা সংক্রামণের হটস্পট বাগেরহাটের ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তনভীর রহমান দ্বিতীয় বার করোনায় আক্রান্ত হয়েছেন। রবিবার রাতে তার করোনা পরিক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এর আগে গত বছরের ১০ আগষ্ট তিনি প্রথম বার করোনায় আক্রান্ত হয়েছিলেন। বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগ এতথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, দেশে করোনা সংক্রমণ শুরু হলে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমান ফ্রন্ট লাইন যোদ্ধা হিসেবে তার উপজেলায় করোনা সংক্রমণ প্রতিরোধে নেতৃত্ব দিতে গিয়ে গত বছরের ১০ আগষ্ট প্রথম বার করোনা ভাইরাসে আক্রান্ত হন। প্রথম বার করোনামুক্ত হয়ে আবারও করোনা সংক্রমণ প্রতিরোধে মাঠে নামেন। দু'দিন আগে তার শরীরে করোনা উপসর্গ দেখা দিলে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে এন্টিজেন পরিক্ষার জন্য পাঠায়। আজ রাতে সেই পরিক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত