কচুয়ায় ১৭টি পরিবার পেলেন প্রধানমন্ত্রীর দৃষ্টিনন্দন ঘর ও জমি

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৩:১১ পিএম, রোববার, ২০ জুন ২০২১ | ১০৭২

প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় কচুয়ায় ১৭টি ভূমিহীন পরিবার তাদের নিজস্ব দৃষ্টিনন্দন বসত ঘর ও জমির মালিকানা বুঝে পেয়েছেন।

রবিবার বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জীনাত মহল এসব ঘরের চাবি ও কবুলিয়ত দলিল সুবিধাভোগীদের হাতে তুলে দেন। এর আগে সকলে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে এসব ঘর হস্তান্তর অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নাজমা সরোয়ার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ফিরোজ আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জণ কুন্ডু, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, বীর মুক্তিযোদ্ধা শিকদার হাবিবুর রহমান, নিমাই দাস, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মীরা এ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত