বাগেরহাটে পাসপোর্ট সেবা সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:৪২ পিএম, রোববার, ৪ ফেব্রুয়ারী ২০১৮ | ১২২৮

“পাসপোর্ট নাগরিক অধিকার, নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার” এই শ্লোগানে পাসপোর্ট সেবা জনগণের দোর গোড়ায় পৌঁছে দিতে ও পাসপোর্ট অফিসে সেবার মান বৃদ্ধি করতে বাগেরহাটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হলো পাসপোর্ট সেবা সপ্তাহ। এ উপলে রবিবার সকালে শহরের ভিআইপি রোডস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসে উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিস।

বাগেরহাট আঞ্চলিক পাসপোর্ট অফিসের (ডিএডি) আঃ ছত্তারের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারগীস পারভিন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাগেরহাট প্রেসকাবের সাবেক সভাপতি এ্যাড. শাহ আলম টুকু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান বাচ্চু।

এছাড়াও আলোচনা সভায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রায় দুই শতাধিক সেবা গ্রহিতা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন এনজিও কর্মী শিল্পি সমাদ্দার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত