বাগেরহাটে করোনায় আক্রান্ত ১২১, মৃত্যু ২

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:২৪ পিএম, সোমবার, ৫ জুলাই ২০২১ | ৪৮৮

প্রতিকী ছবি

বাগেরহাটে গেল ২৪ ঘন্টায় ২৫১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার দাড়িয়েছে ৪৮ শতাংশ। এই সময়ে মারা গেছে ২জন। এই নিয়ে বাগেরহাটে মোট মৃত্যু হয়েছে ৯১ জনের। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৮৯৪ জন। সুস্থ হয়েছে ২ হাজার ৭১৯ জন। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১ হাজার ৮৪ জন।


সোমবার(০৫ জুলাই)দুপুরে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বাগেরহাট টুয়েন্টিফোরকে এসব তথ্য জানিয়েছেন।


আক্রান্তদের মধ্যে বাগেরহাট সদর উপজেলায় ৩৯ জন, মোল্লাহাটে ১২, ফকিরহাটে ৩২, চিতলমারীতে ৩, কচুয়ায় ২, মোড়েলগঞ্জে ১৪, মোংলায় ৭, এবং শরণখোলায় ১২ জন রয়েছে।


বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বাগেরহাট টুয়েন্টিফোরকে বলেন, করোনা সংক্রমণ রোধে আমরা সব ধরণের চেষ্টা করছি। তারপরও সংক্রমণ কমানো যাচ্ছে না। এই অবস্থায় সকলকে আরও বেশি সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এই কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত