চিতলমারীতে কঠোর লকডাউনের পঞ্চম দিনেও মাঠে ছিল উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী

চিতলমারী প্রতিনিধি

আপডেট : ০৯:৩৭ পিএম, সোমবার, ৫ জুলাই ২০২১ | ৫২৩

চিতলমারীতে কঠোর লকডাউন চলছে। লকডাউনের পঞ্চম দিনেও সোমবার (৫ জুলাই) উপজেলা প্রশাসনের সাথে মাঠে ছিল সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসার ও সেচ্ছাসেবক। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন সদরের বিভিন্ন পয়েন্টে ও সড়কে ব্যারিকেড এবং চেকপোস্ট বসান। লকডাউন চলাকালীন জরুরী প্রয়োজন ছাড়া কাউকে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এ সময় করোনা প্রতিরোধে সেনা বাহিনীর পক্ষ থেকে মাইকে বিভিন্ন সচেনতামূলক প্রচার চালানো হয়।


চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ লিটন আলী বাগেরহাট টুয়েন্টিফোরকে বলেন, সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছেন। জেলা প্রশাসকের নির্দেশে তা বাস্তবায়ন করতে আমরা মাঠে কঠোর অবস্থানে রয়েছি। এছাড়া ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতরণ ও সরকারি বিধিনিষেধ পালনে সবাইকে উৎসাহিত করতে মাইকিং করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত