সুন্দরবনে হরিণের মাংস ও মাথা উদ্ধার

স্টাফ রিপোর্টার

আপডেট : ০২:১৬ পিএম, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০১৮ | ১২৮৯

বাগেরহাটের পূর্ব-সুন্দরবন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে শিকার করা হরিণের মাংস ও একটি মাথা উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার রাতে কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযান চালিয়ে ওই মাথা ও মাংস উদ্ধার করে। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালে উদ্ধার করা হরিণের মাংস ও একটি মাথা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লে. আব্দুল্লাহ আল মাহমুদ বাগেরহাট টুয়েন্টি ফোরকে বলেন, ‘চোরা শিকারিরা সুন্দরবন থেকে বিরল প্রজাতির হরিণ শিকার করে মাংস ব্যক্তিগত স্বার্থে বিক্রি করার জন্য মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনের ছোট কুমড়োকাঠী এলাকায় অভিযানে যায়। এসময় শিকারিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যরা সেখানে তল্লাশি চালিয়ে একটি হরিণের মাথা ও ২৫ কেজি মাংস উদ্ধার করে।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশান কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ-আল- মাহমুদ আরো জানান, কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, চোরাচালান নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি বন্য পশু-পাখি রক্ষায় কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত