ভ্রাম্যমান আদালতে ৮জনকে জরিমানা

ফকিরহাটে করোনায় একজনের  মৃত্যু, শনাক্ত ৪২শতাংশ

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৫:৪৬ পিএম, শনিবার, ১০ জুলাই ২০২১ | ৮৬২

প্রতিকী ছবি

ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, শনিবার ভোর রাতের দিকে আট্টাকা এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল হালিম মোড়ল (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৪জন।


উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৬জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, শনিবার ৮০জনের নমূনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। নমূনা পরীক্ষায় ৩৪জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২শতাংশ। ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমন বেড়েই চলেছে। আর উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন অনেকে। যা আড়ালে থেকে যাচ্ছে। স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বেড়ে গেছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম বাগেরহাট টুয়েন্টিফোরকে জানান, কঠোর লকডাউনের বিধি নিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় গত ২৪ ঘন্টায় ভ্রাম্যমান আদালতে ৮জনকে ২০হাজার ৯শত টাকা জরিমানা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত