মোরেলগঞ্জে একটি বিদ্যালয়ের ১৭টি গাছ কেটে বিক্রির অভিযোগ

মশিউর রহমান মাসুম,মোরেলগঞ্জ

আপডেট : ০৬:০০ পিএম, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১ | ৫৪৬

মোরেলগঞ্জে একটি বিদ্যালয় চত্বরের ১৭টি গাছ কেটে বিক্রি করে ফেলার অভিযোগ পাওয়া গছে। সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সভাপতি গাছগুলো কেটে বিক্রি করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।


জানা গেছে, জিউধরা ইউনিয়নের সেরজন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ে সিমানা প্রাচীর নির্মাণ কাজ চলছে। ওই সীমানা প্রাচীর নির্মাণ করতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি ১৭টি চাম্বল গাছ কেটে আংশিক বিক্রি করে ফেলেছেন।


এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম বলেন, সীমানা প্রাচীর নির্মানে বাধা হওয়ায় কিছু গাছ কাটা হয়েছে। গাছগুলো ঝড়, বন্যায় ঝুকিপূর্ণ অবস্থায় ছিল। এর কিছু গাছ থেকে বিদ্যালয়ের ক্ষতিগ্রস্থ দুটি কক্ষ মেরামত ও কয়েকটি বেঞ্চ বানানো হবে।


এ বিষয়ে বিদ্যালয়ের সভাপতি মো. ইউসুব আলী মৃধা বলেন, ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে রেজুলেশন করে গাছ কাটা হয়েছে।


এ ব্যাপারে আজ বুধবার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নান বলেন, কতগুলো গাছ কাটা হয়েছে? কিভাবে কাটা হয়েছে? তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত