মোংলায় ’’আউট অব স্কুল চিলড্রেন” কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০৬:১৫ পিএম, বুধবার, ৬ অক্টোবর ২০২১ | ৪৯৭

মোংলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন পিইডিপি-৪ এর সাব কম্পোনেন্ট ২.৫ ’’আউট অব স্কুল চিলড্রেন” কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত অবহিতকরণ সভা উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদারের সভাপতিত্বে মঙ্গলবার মোংলা উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠীত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা কলেজের সাবেক অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক অগ্রজ কুমার রায়। অবহিতকরণ সভায় প্রকল্প সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদানের লক্ষ্যে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশান উপস্থাপন করেন এ্যালেক্র বাবলা বিশ্বাস- কো-অর্ডিনেটর, সিডোপ।
পিইডিপি-৪ এর সাব কম্পোনেন্ট ২.৫ ’’আউট অব স্কুল চিলড্রেন” কর্মসূচিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের একটি প্রকল্প যা বে-সরকারী উন্নয়ন সংস্থা সোসিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর দি পুওর (সিডোপ) মোংলা উপজেলায় মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে।
অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা প্রেস ক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা সুমন্ত কুমার পোদ্দারসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, মোংলা সরকারী কলেজের অধ্যাপক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও সিডোপ এর মোংলা উপজেলা ম্যানেজার নিহার রঞ্জন ভৌমিক সহ সিডোপ এর বিভিন্ন স্থরের কর্মীবৃন্দ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত