আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে

মোল্লাহাটে ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও ঋন বিতরণ

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ১০:৫৭ পিএম, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১ | ৫৩২

মোল্লাহাটে "আলোকিত ও মানবিক মোল্লাহাট" বিনির্মাণে মুজিববর্ষে মোল্লাহাট উপজেলার ১৫০ জন ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও ঋন প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের সহযোগীতায় প্রাথমিকভাবে ১৬ জন ক্ষুদ্র ও নারী উদ্যোক্তাকে ৪ লক্ষ ৬৫ হাজার টাকা ঋন প্রদান করা হয়।

আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণের পরিকল্পনাকারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে ঋন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওসমান হামিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল, তথ্য কর্মকর্তা যুথিকা বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত