মোংলায় বাঁজি ফুটিয়ে তিন শিশু আহত

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৬:৫৭ পিএম, বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৮ | ৬২১

খেলার ছলে নিজেদের তৈরি পটকা বাঁজি ফুটিয়ে তিন শিশু আহত হয়েছে। এদের মধ্যে এক শিশুর হাত এবং অপর দু’জনের মুখমন্ডল আংশিক পুড়ে গেছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় মোংলার কুমারখালী এলাকায় অবস্থিত হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুত্বর অবস্থায় জিলানী(১৪) নামের এক শিশুকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থ পরিদর্শন করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, খেলার ছলে মাদ্রাসার কয়েকজন শিশু ম্যাজের কাঠির বারুদ দিয়ে মাদ্রাসার সামনে ফাঁকা স্থানে বাঁজি ফুটাতে গিয়ে ওই দূর্ঘটনা ঘটে। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ উৎপাল দাস বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, আহতদের মধ্যে এক শিশুর অবস্থা খুবই খারাপ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত