ফকিরহাটে ট্রাকের ধাক্কায় চালক সহ ৫জন আহত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৫:১১ পিএম, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ | ৪৪১

প্রতিকী ছবি

বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাটের মূলঘর এলাকায় ট্রাকের ধাক্কায় ১জন ইজিবাইক চালক সহ ১জন ইঞ্জিন চালিত ভ্যান চালক ও ৩ জন যাত্রী আহত হয়েছেন। ইজিবাইক যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১টার দিকে ভাংগা থেকে ছেড়ে আসা লোহার রড নিয়ে একটি দশ চাকার ট্রাক যশোরের উদ্দেশ্যে যাওয়ার পথে মূলঘর এলাকায় এসে পৌছালে ফলতিতা থেকে ছেড়ে আসা ফকিরহাট গামী যাত্রীবাহী একটি ইজিবাইকের পাশ কাটিয়ে যাওয়ার সময় ট্রাকে থাকা লোহার রডের সাথে ইজিবাইকটি আটকে যায়।

এ অবস্থায় ট্রাকটি প্রায় ১০০গজ ইজিবাইকটি টানতে টানতে নিয়ে যায়। এসময় ট্রাকটি একটি ভ্যানকেও ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক এমদাদ হোসেন (৩৫), ভ্যান চালক মিন্টু শেখ (৪০), যাত্রী আজিজুল শিকদার (৩১), সুরোতহাল মোড়ল (৩৮) ও রাজ্জাক সরদার (৪৫) গুরুত্বর আহত হয়।

আহতদের বাড়ী রূপসা, ফকিরহাট, মোল্লাহাট সহবিভিন্ন এলাকায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এর মধ্যে ইজিবাইক চালক এমদাদকে আশংকা জনক অবস্থার কারনে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত