বেতাগায় টেকসই উন্নয়ন বাস্তবায়নে

ফকিরহাটে উন্মুক্ত ওয়ার্ড সভা

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৯:৩০ পিএম, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৬১২

ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন এবং স্বচ্ছতা জবাব দিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার ল্েয ২নং ওয়ার্ডের উন্মুক্ত ওয়ার্ড সভা শনিবার বিকালে ধনপোতা মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

ইউপি সদস্য মোঃ জামাল উদ্দিন ফকির এর সভাপতিত্বে এর উদ্ভোধন করেন, স্থানীয় সরকার বিশেষঞ্জ ও বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন দাশ। প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ মোতাহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য অফিসার মোঃ ইফতেখারুল আলম ও সিআইজি ফোরামের সভাপতি অধ্য বটুগোপাল দাশ।

সহকারী শিকিা মোসাঃ নিলুফার ইয়াসমিন এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও শিাবিদ দাশ শিশির কুমার, শিানুরাগী মোঃ নজরুল ইসলাম, মাধ্যমিক শিক সমিতির সভাপতি নিখিল চন্দ্র দাশ, ইউনিয়ন আ.লীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ, কৃষি সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুস আলী শেখ, সিআইজি ফোরামের সাধারন সম্পাদক মোঃ নজমুল হুদা, প্রধান শিক মোঃ ইকরাম হোসেন বকুল, উপদেষ্টা ছিলেন, সংরতি মহিলা সদস্যা রাফেজা বেগম।


এসময় এলাকার চাহিদার কথা তুলে ধরেন মোসাঃ ফাতেমা বেগম, আসমা বেগম, জাহেদা বেগম, মোঃ জহুল আলী সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানের উদ্ভোধন স্বপন দাশ তার বক্তৃতায় বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে সকলকে ইউনিয়ন পরিষদের ধার্যকৃত ট্রাক্স প্রদান করতে হবে। তিনি বলেন, মাদক ও বাল্য বিবাহ বন্ধ করতে আমাদের কে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক ও বাল্য
বিবাহ বন্ধ করতে না পারলে আমাদের সকল অর্জন বিফলে যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত