সুন্দরবন সুরক্ষায় নিয়োজিত সিপিজি সদস্যদের

শরণখোলায় টহল উপকরণ বিতরণ

শরণখোলা সংবাদদাতা

আপডেট : ০৫:১২ পিএম, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭ | ৮৯৭

শরণখোলা

শরণখোলায় সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটির আওতাধীন সুন্দরবনের সুরক্ষায় নিয়োজিত কমিউনিটি পেট্রোলিং গ্রুপের (সিপিজি) সদস্যদের মাঝে বৃহস্পতিবার বিভিন্ন টহল উপকরণ বিতরণ করা হয়েছে। সিপিজি’র ৩৫ সদস্য বিশিষ্ট পাঁচটি দলকে গ্রুপভিত্তিক টর্চ লাইট, মোবাইল ফোনসেট, উচ্চ ক্ষমতা সম্পন্ন বাইনোকুলার, পাওয়ার ব্যাংক, প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম ও বাঁশি বিতরণ করা হয়।

উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) পরিচালিত কাইমেট রেলিজিয়েন্ট ইকোসিষ্টেমস এন্ড লাইভলিহুম (ক্রেল) প্রকল্পের মাধ্যমে এসব উপকরণ দেওয়া হয়।

সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির উপজেলা কোষাধ্যক্ষ ফরিদ খাঁন মিন্টুর সভাপতিত্বে এদিন বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ সংলগ্ন খুড়িয়াখালী বাজারস্থ প্রদীপন সাইকোন শেল্টারে এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মোহাম্মদ হোসেন, কোডেক ম্যানেজার মো. ইকবাল হোসেন, সাংবাদিক হুমায়ুন কবির, মিজানুর রাকিব, পিপলস ফোমের সভাপতি মো. জাহাঙ্গীর জমাদ্দার ও সদস্য মো. খলিল জমাদ্দার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত