মোল্লাহাটে মোটর সাইকেল সহ ছিনতাইকারী আটক

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ১০:৪৮ পিএম, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১ | ৪৭৭

মোল্লাহাটে মোটর সাইকেল ছিনতাইকারী যুবক আলফাজ মোল্লা(১৯) কে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। সোমবার রাত ৭ টার দিকে উপজেলার জয়ডিহি মা ফিলিং স্টেশনের সামনে থেকে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রী(R-15, V-3) একটি মোটর সাইকেল ছিনতাই করে সে। আসামীর দেওয়া তথ্য অনুযায়ী পরে তাঁর বাড়ির পাশে বাঁশ ঝাড়ের ভিতর থেকে মোটর সাইকেলটি উদ্বার করে পুলিশ। আলফাজ মোল্লা উপজেলার কাহালপুর পশ্চিমপাড়া গ্রামের মোল্লা গোলাম মোস্তফার ছেলে।

মোটর সাইকেল মালিক মোঃ রুহুল আমিন মোল্লা বাদী হয়ে আলফাজসহ অজ্ঞাতনামা ৩/৪ বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছে। আসামীকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মোটর সাইকেল মালিক মোঃ রুহল আমিন মোল্লা সাতক্ষীরা সদর উপজেলার মৃত রেজাউল ইসলামের ছেলে।




মোল্লাহাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোমেন দাশ ও মামলা সূত্র জানা যায়, মোটর সাইকেল মালিক মোঃ রুহুল আমিন মোল্লা ফেসবুকে বিজ্ঞাপন দেখে তার মোবাইল ফোনে যোগাযোগ করে ফেনী জেলা থেকে একটি আর ওয়ান ভাইভ (R-15 V3) মোটর সাইকেল ২ লক্ষ ৩৫ হাজার টাকায় ক্রয় করে। ২২ তারিখ রাত ৭ টার সময় মোল্লাহাট থানাধীন জয়ডিহি মোড় পার হয়ে মা ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর পৌছালে অজ্ঞাতনামা ২জন আসামী বাদীর মটর সাইকেলটি ক্রস করে সামনে এসে বাদীর রাস্তা গতিরোধ করে। আসামীরা বাদীকে তার মোটর সাইকেল থেকে নামতে বলে।

বাদী নামতে রাজি না হলে আসামীরা তাকে হত্যার ভয় দেখিয়ে বাদীর (R-15 V3) মোটর সাইকেলটি ছিনিয়ে নেয়। বাদীর দায়ের করা এজাহার প্রাপ্ত হয়ে মোল্লাহাট থানা পুলিশ সাড়াসী অভিযান পরিচালনা করে একই রংয়ের গাড়ীসহ আলফাজ মোল্লা (১৯)কে কাহালপুর পশ্চিশপাড়া গ্রাম থেকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী জানায় তাঁর সহিত গাড়িটি আসামীর নিজের। সে আরও জানায় ছিনতাই হওয়া মোটরসাইকেলটি আসামীর নিজ বাড়ীর বাঁশ ঝাড়ের ভিতর লুকানো আছে। আসামীর দেওয়া তথ্য মতে ছিনতাই হওয়া মোটর সাইকেলটি সোমবার দিবাগত রাত ১ টার দিকে উদ্ধার করা হয়। মঙ্গলবার আসামীর বিরুদ্ধে মামলা রুজুর পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত