মেরামতের জোর দাবী

গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র একাডেমিক দ্বিতল ভবনের বেহাল দশা

পি কে অলোক,ফকিরহাট

আপডেট : ০৫:৪৭ পিএম, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২ | ৪৯৭

ফকিরহাটের ঐতিহ্যবাহী গাবখালী মাধ্যমিক বিদ্যালয়ের একমাত্র একাডেমিক দ্বিতল ভবনটির বেহাল দশা চরম আকার ধারণ করেছে। ভবনটি ছাঁদের অধিকাংশ স্থানে ফাটল ও প্লাষ্টার খসে খসে শিক্ষার্থীদের মাথার উপর পড়ায় শিক্ষা কার্যক্রম নানা ভাবে ব্যহত হচ্ছে। অতিদ্রুত একমাত্র একাডেমিক এই দ্বিতল ভবনটি সংস্কার বা মেরামত করা না হলে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে। অতিদ্রুত প্রতিষ্টানটি মেরামত করার জন্য উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।


জানা গেছে, উপজেলার ৫নং বাহিরদিয়া-মানসা ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের গাবখালী বাজারে ঐতিহ্যবাহী গাবখালী মাধ্যমিক বিদ্যালয়টি অবস্থিত। এই বিদ্যালয়ে প্রায় ৫শতাধীক শিক্ষার্থী লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এলাকাটিকে আলোকিত জনপদ হিসাবে গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই বিদ্যালয় হতে হাজার হাজার শিক্ষার্থী লেখাপড়া করে দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ পদে চাকুরী করছে। সেই সুবাদে এই শিক্ষা প্রতিষ্টানের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে রয়েছে। কিšু‘ পরিতাপের বিষয় হচ্ছে,বিদ্যালয়ের একমাত্র একাডেমিক দ্বিতল ভবনটির বেহাল দশা। শিক্ষাক্ষেত্রে উত্তর উত্তর প্রতিষ্টানটি ব্যপক উন্নতি সাধন করলেও সরকারী ভাবে এখানে কোন একাডেমিক ভবন নির্মাণ করা হয়নি। যে কারনে ৫শতাধিক শিক্ষার্থীকে পোহাতে হচ্ছে নানামুখী সমস্যায়। একাধিক শিক্ষার্থীরা বলেছেন, একাডেমিক দ্বিতল ভবনটি ছাঁদের অধিকাংশ স্থানে ফাটল ও প্লাষ্টার খসে খসে পড়ছে অহরহ। যে কারনে চরম জীবনের ঝুঁকি নিয়ে ভবনটিতে থাকা বা চলাফেরা করতে হচ্ছে।


সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ২০১২, ২০১৫, ২০১৮ ও ২০২০সালে বিদ্যালয়টি এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। ২০২১সালে ৪টি এ+পেয়েছে। তাছাড়া বোর্ডের মধ্যে শ্রেষ্ট ৭টি প্রতিষ্টানের মধ্যে তারা ৩ নম্বর স্থানে রয়েছে। শিক্ষা ক্ষেত্রে ভাল ফলাফল করায় জেলা পরিষদ হতে তাদেরকে ১লক্ষ টাকার পুরস্কারও প্রদান করা হয়। শুধু তাই নয়, জুনিয়র বৃত্তি ও বোর্ড বৃত্তিতে তারা সব সময় ভাল রেজাল্ট করতে সক্ষম হয়েছে। কিন্তু একমাত্র একাডেমিক দ্বিতল ভবনটি মেরামতের অভাবে শিক্ষা কার্যক্রম নানান ভাবে ব্যহত হওয়ার আশংকা করা হচ্ছে।


এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির মনিরুজ্জামন মনির বলেন, একাডেমিক ভবনটির এমন অবস্থা যে ক্লাস করা অসম্ভব হয়ে পড়েছে। ভবনটি মেরামত করা না হলে প্লাষ্টার খসে পড়ে শিক্ষার্থীরা গুরুত্বর আহত হতে পারে বলে তার ধারনা। তিনি অতিদ্রুত ভবনটি সংস্কার বা মেরামত করার জন্য উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত