রামপালে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা স্বর্ণালংকার লুট 

রামপাল প্রতিনিধি

আপডেট : ০৯:৫৫ পিএম, বুধবার, ২ ফেব্রুয়ারী ২০২২ | ৭১৩

রামপাল উপজেলার পেড়িখালী গ্রামে এক শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পুত্র নূর নবী। জানা গেছে, উপজেলার পেড়িখালী গ্রামের প্রধান শিক্ষক শেখ সাইফুদ্দিনের বাড়িতে মঙ্গলবার রাত অনুমান ১২ টায় কে বা কারা ঘরের জানালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে। এ সময় আলমারি ভেঙ্গে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা ও বিভিন্ন প্রকারের স্বর্ণালংকার নিয়ে চোরের চম্পট দেয় যার অনুমান মূল্য প্রায় ৩ লক্ষ ২২ হাজার টাকা।
ইতিপূর্বে ওই গ্রামের বাসিন্দা ও রামপাল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি দম্পতিকে চেতনা নাশক স্প্রে করে নগদ টাকাসহ প্রায় ৮ লক্ষাধীক টাকার স্বর্ণালংকার লুট করে নেয়। এ ঘটনার দীর্ঘ দেড় মাস পর রামপাল থানায় একটি মামলা হলেও পুলিশ কাউকে আটক করতে পারেনি।
এ বিষয়ে রামপাল থানা পুলিশের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সচেতন মহল এতে উদ্বেগ প্রকাশ করেছেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত