মোরেলগঞ্জে বিজ্ঞান মেলার উদ্ধোধন

মোরেলগঞ্জ সংবাদদাতা

আপডেট : ০৯:৪৩ পিএম, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮ | ৮৩৬

‘মেধাই সম্পদ,বিজ্ঞান ও প্রযুক্তিই ভবিষ্যৎ’প্রতিপাদ্য বিষয় নিয়ে মঙ্গলবার বিকেলে ২ দিন ব্যাপি বিজ্ঞান মেলা-২০১৮ এর উদ্ধোধন করা হয়েছে।


৩৯ তম এ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ , বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়ড এর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম।

মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ , বিজ্ঞান মেলা উদযাপন কমিটির সম্পাদক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হান্নান, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. বাকি বিল্লাহ।


মেলায় এসএম কলেজ, রওশন আরা স্মৃতি মহিলা ডিগ্রী কলেজ, সেলিমাবাদ ডিগ্রী কলেজ, মোরেলগঞ্জ লতিফিয়া ফাজিল মাদ্রাসা, মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,এসিলাহা পাইলট উচ্চ বিদ্যালয়, সন্ন্যাসী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, ধানসাগর পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়, সুন্দরবন বিজ্ঞান কাব সহ ১৬ টি প্রতিষ্ঠান বিজ্ঞান মেলায় অংশগ্রহন করেন । সভা শেষে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান সহ অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন ষ্টল পরিদর্শণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত