ভিডিও কনফারেন্সে মোল্লাহাটে কৃষি সম্প্রসারণ বাতায়ন উদ্বোধন

মোল্লাহাট প্রতিনিধি

আপডেট : ০৭:৪০ পিএম, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮ | ১৪০৮

কৃষি বিভাগের ব্যাপক উন্নয়নের লক্ষে বুধবার দুপুর সোয়া ১২টায় গণভবনে আনুষ্ঠানিকভাবে কৃষি সম্প্রসারণ বাতায়ন উদ্বোধন করেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। উপজেলা প্রশাসনের আয়োজনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোল্লাহাট অফিসার্স কাবে বড় পর্দায় অনুষ্ঠান’টি সম্প্রচার করা হয়।

উক্ত ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আল ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিনয় কৃষ্ণ মন্ডল, প্রেস কাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলী, ইউপি চেয়ারম্যান হায়দার মামুন, সাংবাদিক মোঃ আমির আলী, ইউপি সদস্য সেন্টু খান, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও কৃষাণ/কৃষাণী প্রমূখ।

উল্লেখ্য, উক্ত বাতায়ন চালু করায় সারা দেশের সকল কৃষক ৩৩৩১ নম্বরে ফোন/কল করে কৃষি কর্মকর্তাদের মাধ্যমে কৃষি পরামর্শ ও বাজার মূল্য জানতে পারাসহ বহুমাত্রিক সেবা পাবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত