ট্রাক, এ্যাম্বুলেন্স ও রিক্সা

বাগেরহাটে ত্রিমুখি সংঘর্ষে নিহত ২

স্টাফ রিপোর্টার

আপডেট : ১০:১৯ পিএম, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২ | ৯৮১

বাগেরহাটে ত্রিমুখি সংঘর্ষে নিহত ২

বাগেরহাটে ট্রাক, এ্যাম্বুলেন্স ও রিক্সার ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে। সোমবার (২১ ফেব্রুয়ারী) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বৈটপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। পরে বাগেরহাট মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ও নিহতরে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করে। সংঘর্ষে ঘটনা স্থলে রিক্সার যাত্রী মিজানুর রহমান বাঘা (৫৫) ও হাসপাতালের নেওয়ার পর রিক্সার চালক লুৎফর রহমান (৬২) এর মৃত্যু হয়। এঘটনায় বেশ কিছু সময় বাগেরহাট- পিরোজপুর মহাসড়কের যান চলাচল বন্ধ ছিল। নিহত মিজানুর রহমান বাঘা জেলার কচুয়া উপজেলার খলিসাখালী গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে ও লুৎফর রহমান একই উপজেলার দোবাড়িয়া গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে,এম আজিজুল ইসলাম জানান, সোমবার দুপুরে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থেকে খুলনার ইসলামি ব্যাংক হাসপাতালের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি এ্যাম্বুলেন্স, পিরোজপুরগামী ট্রাক ও রিক্সার ত্রিমুখি সংঘর্ষ হয়। এসময় এ্যাম্বুলেন্স ও রিক্সসাটি সড়কের পাশে খাদে পড়ে যায়। সংঘর্ষে ঘটনা স্থলে রিক্সার যাত্রী মিজানুর রহমান বাঘা (৫৫) ও হাসপাতালে নেওয়ার পর রিক্সার চালক লুৎফর রহমান (৬২) এর মৃত্যু হয়। এসময় তিনজন গুরুত্ব আহত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত