মহান স্বাধীনতা দিবস উদযাপন

মোংলায় নৌবাহিনীর যুদ্ধ জাহাজ জনগণের পরিদর্শনের জন্য উন্মুক্ত ছিল  

মোংলা প্রতিনিধি

আপডেট : ০৬:৫৮ পিএম, শনিবার, ২৬ মার্চ ২০২২ | ৫০১

বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ নৌবাহিনী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ জনগণের জন্য দুপুর ২টা থেকে ৬টা পর্যন্ত উন্মুক্ত রাখা ছিল। নৌবাহিনীর সদস্যরা এই সকল যুদ্ধ জাহাজ দেশ রক্ষায় নৌপথে কি ধরনের ভুমিকা পালন করে তা তুলেন ধরেন দর্শনার্থিদের মাঝে। দুপুর থেকে স্থানীয় কয়েক হাজার নারী-পুরুষ নৌবাহিনীর যুদ্ধ জাহাজ দেখার জন্য ভিড় জমায়। এছাড়াও উপজেলা পরিষদ ও আওয়ামী দলীয় নেতাকর্মীর দের অঅয়োজনে মহান স্বাধিনতা ও জাতীয় দিবস পালন করেছে। গুরূত্বপূর্ণ স্থাপনা আলোকসজ্জাকরণ এবং নৌযানসমূহ জাতীয় পতাকা দ্বারা সুসজ্জিতকরণ করা হয়।

দিবসের শুরুতেই শনিবার সকাল ৯ টায় মোংলা বন্দর কর্তৃপক্ষের স্মৃতিসৌধে পুস্পঅর্পণ করেন কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা। এরপর পর্যায়ক্রমে পুস্পক অবক অর্পণ করেন মোংলা বন্দর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের বীর মুক্তিযোদ্ধারা, অফিসার এ্যাসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দ। পরে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে বন্দরে স্থাপিত স্বাধীনতা চত্বরে অবসরপ্রাপ্ত বীরমুক্তিযোদ্ধা কর্মকর্তা, কর্মচারীদের সংবর্ধনা প্রদান এবং ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব ও সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা সহ বন্দরের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত