বাগেরহাটের হাকিমপুরে শেখ তন্ময় এমপি

দেশ বিরোধী একটি চক্র দেশের উন্নয়ন ও অগ্রগতি বাঁধাগ্রস্থ করতে বিদেশে নানাপ্রকার ষড়যন্ত্র চালাচ্ছে

শেখ আনিছুর রহমান.চুলকাটি(বাগেরহাট)

আপডেট : ১১:২৪ পিএম, শনিবার, ২৬ মার্চ ২০২২ | ৫০২

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও বাগেরহাট-০২ আসনের সংসদ সদস্য জননেতা শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, একটি দেশ বিরোধী চক্র দেশের উন্নয়ন ও অগ্রগতি বাঁধাগ্রস্থ করতে দেশ-বিদেশে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেই সমস্ত ষড়যন্ত্রকারীদের প্রতিহত করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে। তিনি শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার খাঁনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী হাকিমপুর সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন-২০২২ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি আরো বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতা গ্রহন করার পর দেশে নানামুখী উন্নয়ন হচ্ছে, যা দেখে সারা বিশ্বের নেতারা বাংলাদেশের প্রশংসা করে মডেল রাষ্ট্র হিসাবে ঘোষনা করেছে। কিন্তু একটি কুচক্রী মহল সেই উন্নয়নকে বাঁধাগ্রস্থ করতে দেশে বিদেশে নানা প্রকার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্রকারীদের কোন প্রকার অপপ্রচারে কান না দেওয়ার জন্য তিনি সকলের প্রতি উদাত্ত আহবান জানান। বিশিষ্ট শিল্পপতি ও সামসুল হুদা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি লিটন শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ হেমায়েত উদ্দিন ভুইয়া। সহকারী শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, বর্নি আমিন ও পায়েল পরামিতা প্রজ্ঞা এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, একুশে পদকপ্রাপ্ত কন্ঠশিল্পি খুরশিদ আলম, জাতীয় চলচিত্র পুরস্কারপ্রাপ্ত কন্ঠশিল্পি মনির খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হৃষিকেশ কুমার দাস, জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মোঃ রেজাউর রহমান মন্টু, উজলকুড় ইউপি চেয়ারম্যান মুন্সি বোরহান উদ্দিন, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শামসের আলী, সৈয়দপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি শক্তি নারায়ন দাশ, অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রবিউল ইসলাম,খানপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর সবুর ও হাকিমপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি মশিউর রহমান লাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে সাংস্কৃতিক প্রতিযোগীতায় ২৫টি শিক্ষা প্রতিষ্টানের অংশগ্রহনকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরন ও গরীব এবং মেধাবী ১০জন শিক্ষার্থীকে ১০টি বাই-সাইকেল বিতরন করা হয়।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত