আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে "নাগরিক সভা"

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি

আপডেট : ১০:২৭ পিএম, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ | ৩৩৬

মোল্লাহাট উপজেলাকে আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে বাল্যবিবাহ, মাদক, নারী নির্যাতন, খুন, ধর্ষণ, নারী ও শিশু পাচার, সন্ত্রাস, জঙ্গিবাদ, গুজব, সামাজিক অবক্ষয় ইত্যাদির কুফল এবং শিক্ষার প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক "নাগরিক সভা" অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলার গাওলা ইউনিয়নের চাঁদেরহাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার ভবনে এ সভা হয়।


এ সভার প্রধান অতিথি বাগেরহাট জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান তার বক্তব্যে বলেন, আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে, শিক্ষার্থীদের সঠিক ধারায় রাখতে বিদ্যালয় সমূহে সুস্থ সংস্কৃতি চালু রাখতে হবে, বাল্যবিয়ে রোধে ইভটিজিং এর মূল উৎপাটন করতে হবে, বেকার বা মাদকাশক্ত কারো সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন না (আত্মীয়তা করবেন না)।


উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ওয়াহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা, সহকারী কমিশনার ভূমি অনিন্দ্য মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা ও গাওলা ইউপি চেয়ারম্যান শেখ রেজাউল কবির। এছাড়া উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষা কর্মকর্তা জীবনকৃষ্ণ চৌকিদার, মাধ্যমিক শিক্ষা সুপারভাইজার রাম পদ বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রধান শিক্ষক আনন্দমোহন বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের জৈষ্ঠ্য সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম, যুগ্মসাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সুধী প্রমুখ। অনুষ্ঠান শেষে স্থানীয় তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান



এরপর দুপুর ২ টায় মোল্লাহাট উপজেলা পরিষদ মিলনায়তনে আলোকিত ও মানবিক মোল্লাহাট বিনির্মাণে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘরের বাসিন্দাদের নিয়ে গঠিত "আশার আলো" "বড় আশা" ও "বিশাল আকাশ" সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভা হয়েছে। এসভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজিজুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে জমি এবং পাঁকা ঘর করে দিয়েছেন, এখন আপনাদের জীবন মান উন্নয়নে আপনাদেরকে কাজ করতে হবে, সমবায় সমিতির মাধ্যমে আপনাদেরকে উন্নয়নের দিকে এগোতে হবে, আপনারা পরমুখাপেক্ষী হবেন না।


এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সজল, যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মিজানুর রহমান সমাজসেবা কর্মকর্তা ওসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, জনসাস্থ উপসহকারী প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা বি এম মোর্শেক আহমেদ, সিনিয়র উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা পরিমল, সংশ্লিষ্ট গাংনী ইউপি চেয়ারম্যান সিকদার উজির আলি, উদয়পুর ইউপি চেয়ারম্যান এসকে হায়দার মামুন, আটজুড়ি ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া ও চুনখোলা ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন পাল প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত