রামপালে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেল ৬০ টি ভূমিহীন পরিবার

এম, এ সবুর রানা, রামপাল

আপডেট : ০২:৫৪ পিএম, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২ | ৩৯৬

রামপালে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেল ৬০ টি ভূমিহীন পরিবার। মঙ্গলবার বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে সরাসরি ভার্চুয়ালী যুক্ত হয়ে এক অনুষ্ঠানে গৃহহীন ও ভূমিহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর করেন।
এ সময় রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন, এসিল্যান্ড শেখ সালাউদ্দিন দিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো. জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা কৃষ্ণা রানী, ওসি মোহাম্মদ সামসুদ্দীন, সমাজসেবা কর্মকর্তা শাহীনূর রহমান, এলজিইডি কর্মকর্তা গোলজার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো মহিউর রহমান, মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেন, ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তরফদার মাহাফুজুল হক টুকু, বাঁশতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান সোহেল, উজলকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুন্সী বোরহান উদ্দিন জেড, গৌরম্ভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজীব সরদার উপস্থিত ছিলেন। এ সময় তারা বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কবীর হোসেন। অনুষ্ঠানে পরিষদের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সুফলভোগী ঘর পাওয়া পরিবার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত