ফকিরহাটে বৈরি হাওয়া; প্রস্তুত ৯২ আশ্রয় কেন্দ্র

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ১০:২৯ পিএম, মঙ্গলবার, ১০ মে ২০২২ | ২৮৯

ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ফকিরহাটে সারাদিন বৈরি আবহাওয়া বিরাজ করছে। ঘূর্ণিঝড় অশনি মোকাবেলায় প্রস্তুত রয়েছে ৯২টি আশ্রয় কেন্দ্র।

সোমবার সকাল থেকে ফকিরহাটে আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন। প্রায় সারাদিন থেমে থেমে গুড়ি গুড়ি ও হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, ঘুর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ জানান, দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় ইতিমধ্যে প্রস্তুতি মূলক সভা করা হয়েছে। ৯২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। শুধু তাই নয়, উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ হতে এনিয়ে একাধিক সভা করা হয়েছে বলেও তিনি জানান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত