শ্রম বিধিমালা বাস্তবায়নের লক্ষ্যে মোংলায় ব্যাবসায়ীদের সাথে আলোচনা সভা

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০৯:৫১ পিএম, রোববার, ২২ মে ২০২২ | ৫৩৫

মোংলায় বিভিন্ন ব্যাবসায়ীদের সাথে বাংলাদেশ শ্রম আইন- ২০০৬ ও শ্রমবিধি মালা ২০১৫ বাস্তবায়ন সম্পর্কিত অংশীজনের সভা অনুষ্ঠিত হয়েছে।

মোংলা বন্দর বণিক সমিতির সভাপতি মো.হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে রবিবার (২২ মে) বেলা ১১ টায় সমিতির কার্যালয়ে আয়োজিত সভায় দেশের শ্রম আইন ও বিধিমালা এবং শ্রম অধিদপ্তরে ব্যবসায়ীদের নিবন্ধন (লাইসেন্স) করার সু্বিধা অসুবিধা নিয়ে আলোচনা করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধিনস্ত কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর খুলনা অঞ্চলের শ্রম অধিদপ্তরের সহকারি পরিদর্শক (মেডিকেল) ডা. সোয়েব আহম্মেদ, শ্রম পরিদর্শক মো. হেমায়েত উদ্দিন, রকিবুল হাসান লিমন, ইফতেখারুল কবির, রনজিৎ কুমার দেব, মো. নুরুজ্জামান, তাপস কুমার মিরবর, সহকারি পরিদর্শক (সেফটি) লিটন আহম্মেদ।


মোংলা বন্দর বণিক সমিতির সহযোগিতায় আলোচনা সভায় সভাপতির বক্তব্যে হাবিবুর রহমান মাস্টার বলেন, মোংলা বন্দরের ব্যবসায়ীরা আগের অবস্থানে নেই। নানা রকম সুবিধা অসুবিধার মধ্যে দিন অতিবাহিত করে। আপনারা সরকারি কর্মকর্তারা ব্যবসায়ীরা যাতে স্বল্প খরচে নিবন্ধন করতে পারে সে বিষয়ে সহযোগিতা করবেন। আজকের আলোচনার বিষয়টি আমরা সকল ব্যবসায়ীদের জানিয়ে দিবো।"


মোংলা বন্দর বণিক সমিতির সাধারন সম্পাদক কামরুল হাসান খোকন বলেন, "শ্রম অধিদপ্তরে ব্যবসায়ীরা নিবন্ধন করলে কি সুবিধা আর অসুবিধা আছে তা নিশ্চিত হয়েই আমরা ব্যবসায়ীরা সিদ্ধান্ত গ্রহণ করবো" তবে সরকারের নির্দেশনা থাকলে আমরা তা মানতে বাধ্য।"


সভায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তারা বাংলাদেশ শ্রম আইন- ২০০৬ ও বাংলাদেশ শ্রমবিধিমালা বাস্তবায়ন সম্পর্কিত সুবিধা অসুবিধা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনা দেন। এসময় মোংলা বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত