মোরেলগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস

স্টাফ রিপোর্টার

আপডেট : ০১:১৫ পিএম, শনিবার, ১০ মার্চ ২০১৮ | ৭০১

জানবে বিশ্ব জানবে দেশ, দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মোরেলগঞ্জে পালিত হচ্ছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮। দিবসটি উপলক্ষে শনিবার বেলা সাড়ে ৯টায় উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু’র নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অফিসার্স কাবে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) মো. আলমগীর হুসাইন।


প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান আজমীন নাহার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাছির উদ্দিন, ওয়ার্ল্ড ভিশন প্রোজেক্ট অফিসার মো. নিজাম উদ্দিন ও প্রেসকাব সাধারণ সম্পাদক গণেশ পাল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি, বেসরকারি কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।


আলোচনা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন, জেজেএস, সুশীলন, সিসিডিবি, বিডিপিসি ও হেলভেটাস’র সহযোগীতায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যাবস্থাপনা কমিটি এসব কর্মসূচীর আয়োজন করে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত