কচুয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা 

কচুয়া প্রতিনিধি

আপডেট : ০৯:০৩ পিএম, রোববার, ২৯ মে ২০২২ | ৫২০

কচুয়া সদর ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২- ২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুরে কচুয়া সদর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব শহিদুল ইসলাম মল্লিক। এর আগে বাজেট উপলক্ষে ইউপি চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, সবার অংশগ্রহণে উন্মুক্ত এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।


এতে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজরা ওবায়দুররেজা সেলিম, ব্যবসায়ী বিমল দও, উপজেলা পূজা উদ্যাপন পরিষদ নেতা পিন্টু বসু , ইউপি সদস্য শিকদার মাহাবুব হোসেন, শিকদার আরিফুল ইসলাম ডলার,সেখ সাইফুল ইসলাম সাবু, জেসমিন আক্তার পপি, মুক্তা বেগম সহ ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিসহ এলাকার সুধীজন।

বার্ষিক ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ১ কোটি ২৬ লক্ষ ৯২ হাজার ৩শত ৪০টাকা এবং ব্যয় ১ কোটি ২১লক্ষ হাজার ৯৩ হাজার ৯শত ৪০টাকা, উদ্বৃত্ত ৪ লক্ষ ৯৮ হাজার ৪শত টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত