ফকিরহাটে হীরা প্রতিষ্ঠান প্রধান ও সুকুর শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত

ফকিরহাট প্রতিনিধি

আপডেট : ০৭:৫৩ পিএম, বুধবার, ১ জুন ২০২২ | ৫৯৯

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ স্কুল পর্যায়ে ঐতিহ্যবাহী নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয় (প্রস্তাবিত) শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা ফকিরহাট উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।

একই সাথে ওই বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও (আইসিটি এর বাগেরহাট জেলা অ্যাম্বাসেডর) এ. সুকুর আলী খান উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন।

একই স্কুল থেকে প্রতিষ্ঠান প্রধান ও শ্রেষ্ঠ শেণি শিক্ষক নির্বাচিত হওয়ায় তাদেরকে অভিনন্দন জানিয়েছেন শেখ লুৎফর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ, নলধা-মৌভোগ ইউনিয়নের চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, বিদ্যালয়ের কার্যনিবাহী কমিটির সভাপতি শেখ আব্দুর রাজ্জাকসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।


এদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর সাথে সংশ্লিষ্টদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন, নলধা বহুমূখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহলাদ চন্দ্র হীরা, শিক্ষক এ. সুকুর আলী খান প্রমূখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত