বাগেরহাটে টিআইবি’র ‘প্যাকটা’ প্রকল্প অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৯:০৪ পিএম, বুধবার, ৮ জুন ২০২২ | ৫৭১

বাগেরহাটে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নাগরিক কমিটি (সনাক) কমিটির আয়োজনে বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেনইস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা)’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্টিত হয়েছে।

সনাক সভাপতি অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু এর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। সনাক সদস্য শেখ মুজিবুর রহমান এর সঞ্চালনায় প্রকল্প অবহিতকরণ বিষয়ে স্বাগত বক্তব্য দেন, সনাক সদস্য বাবুল সরদার। প্রকল্প বিষয়ক মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিআইবি’র সিভিক এনগেজমেন্ট ডিভিশনের কোঅর্ডিনেটর কাজী শফিকুর রহমান।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: মাসুম বিল্লাহ, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামরুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: অসীম কুমার সমদ্দার, ডেপুটি সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমান, জেলা তথ্য অফিসের উপপরিচালক মো: মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা বাগেরহাট কার্যালয়ের উপ-পরিচালক বিকাশ কুমার দাশ, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, কোডেক এর ফোকাল পারসন সৈয়দ মাহবুবুর রহমান, সনাক সহ-সভাপতি ফরিদা রহমান, সদস্য অধ্যক্ষ খোন্দকার আছিফ উদ্দিন রাখী প্রমুখ।

বক্তাগণ সকলে টিআইবি’র নতুন প্রকল্প প্যাকটা এর কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার আশ^াস দেন এবং এই প্রকল্প দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সহায়ক হবে বলে মনে করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, নীতিহীন কাজই হলো দুর্নীতি। পারিবারিক, নৈতিক, ধর্মীয় এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাই দুর্নীতি রোধে সহায়ক ভূমিকা পালন করতে পারে এবং এই শিক্ষা দেয়ার ক্ষেত্রে পরিবারকেই দায়িত্ব নিতে হবে। দুর্নীতি রোধে প্রতিষ্ঠান প্রধানদেরও দায়িত্ব রয়েছে। হয়রানিমুক্ত সেবাপ্রদান এবং দুর্নীতিবিরোধী অবস্থান নিতে হবে। যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এছাড়া তিনি বিভিন্ন সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সেবাগ্রহীতাদের সরাসরি অফিসে এসে সেবাগ্রহণের পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত