ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বাগেরহাটে কর্মশালা

স্টাফ রিপোর্টার

আপডেট : ০৬:৩৬ পিএম, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২ | ৪৩৬

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বাগেরহাটে কর্মরত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. মো: হাবিবুর রহমান।


ওরিয়েন্টেশন কর্মশালা থেকে জানায়, জেলায় ৯টি উপজেলা, ৩টি পৌরসভা ও ৭৫টি ইউনিয়নে মোট ১৮শত ৫৮টি কেন্দ্রের মাধ্যমে ২৩১ জন সুপারভাইজার, ৬৯৩ জন স্বাস্থ্য কর্মী ও ৩ হাজার ৭শত ১৬ জন স্বেচ্ছাসেবী এবারের কর্মসূচিতে ৬-১১ মাস শিশু মোট ২০ হাজার ৭শত ৭৩ জনকে নীল রঙের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস শিশু মোট ১ লাখ ৫৫ হাজার ২শত ৪১ জনকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

কর্মশালায় সঞ্চালনায় ছিলেন, সিভিল সার্জন অফিসের ইপিআই সুপারইন্টেন্ডেন মো: সরোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত