বাগেরহাটে মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাবার রাখার দায়ে জরিমানা

মামুন আহম্মেদ

আপডেট : ০৫:০৬ পিএম, সোমবার, ১২ মার্চ ২০১৮ | ১১৮৫

বাগেরহাটে মেয়াদ উত্তীর্ণ ঔষুধ ও খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। সোমবার দুপুরে বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুন নাহার জেলার সদর উপজেলার বেমরতা ইউনিয়নের ফতেপুর বাজার ও কচুয়া উপজেলার সাইনবোর্ড এবং বাধাল ইউনিয়নে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এসময় জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, ক্যাবের সাধারন সম্পাদক অরিন্দম দেবনাথ ও এএসআই সিরাজ এ অভিযানে অংশ নেয়।


ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুন নাহার বাগেরহাট টুয়েন্টি ফোরকে জানান, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও খাবার রাখার দায়ে সদর উপজেলার ফতেপুর বাজারের একটি কৃষি উপকরনের দোকানীকে ৫ হাজার টাকা ও মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার দায়ে একটি মুদি দোকানীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার দায়ে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজারের একটি ফার্মেসিকে ৫ হাজার ও নোংড়া পরিবেশে খাবার তৈরীর দায়ে বাধাল ইউনিয়নের একটি বেকারীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত