দুই দিন মুষলধারে বৃষ্টি: জনগনের ভোগান্তী চরমে

মোংলায় বানিজ্যিক জাহাজে খালাস-বোঝাই ব্যাহত 

মাসুদ রানা,মোংলা

আপডেট : ০২:০৪ এএম, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ | ৫২৫

মোংলায় রবিবার থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, সোমবারও তা অব্যাহত রয়েছে। এ বৃষ্টির কারনে চরম ভোগান্তির শিকার হচ্ছে এ অঞ্চলের খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ গুলো। একদিকে ভ্যাপসা গরম অর অন্যদিকে টানা বৃষ্টি। মানুষ তাদের দৈনন্দিন ও প্রয়োজনীয় কাজে ঘর থেকে বের হতে পারছেনা। আবহাওয়া অফিস বলছে এ বৃষ্টি আরো দু’একদিন চলবে, তবে গরমের তাপ কিছুটা কমতে পারে।


মোংলা উপজেলায় খেটে খাওয়া মানুষেরা বলছে, দীর্ঘদিন প্রচন্ড রোধ ও ভ্যাপসা গরম চলছিল। গত দুইদিন বৃষ্টি শুরু হওয়ায় গরমের তাপটা কিছুটা কমেছে। বৃস্টি এখন অতিরিক্ত পর্যায়, ফলে ছিন্নমূল ও সাধারণ মানুষদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

মোংলা বন্দরে অবস্থান নেয়া ৬টি বানিজ্যিক জাহাজ রয়েছে, বৃষ্টি থাকার কারনে এ জাহাজে কাজেও যেতে পারছেনা শ্রমিকরা। শ্রমিক কাজে যেতে না পাড়ায় জাহাজে খালাস-বোঝাই কাজ ব্যাহত হচ্ছে। তবে এ বৃষ্টি চলতে থাকলে অনেক লোকসানের মুখে পড়বে বন্দর ও বন্দরের ব্যাবসায়ীরা বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
  • নির্বাচিত